Type Here to Get Search Results !

হাওড়া জেলা সদর তৃণমূল পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা

বুধবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হলো। এরপর আগামী ১৭ তারিখ ব্লক কমিটি এবং ২৪ তারিখ অঞ্চল ও ওয়ার্ড কমিটির চূড়ান্ত ঘোষণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি এদিন ঘোষণা করা হলো।

রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশমতোই তাদের অনুমোদনপ্রাপ্ত হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি এদিনের সাংবাদিক বৈঠকে জানানো হয়। এই কমিটিতে হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের কমিটির পাশাপাশি এদিন জেলা সদর তৃণমূল যুব কংগ্রেস, জেলা সদর তৃণমূল মহিলা কংগ্রেস এবং জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষিত হয়।

হাওড়ায় তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ে ওই সাংবাদিক বৈঠকে এদিন দলের হাওড়া সদরের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, জেলা থেকে আমরা যে তালিকা রাজ্য কমিটির কাছে পাঠিয়েছিলাম সেখান থেকে খুব সামান্যই নাম বাদ গেছে। মাত্র দু’জনের নাম সেই তালিকা থেকে বাদ গেছে। বাকিদের নাম চূড়ান্ত হয়েছে।

প্রসঙ্গত, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের কমিটিতে চেয়ারম্যান হিসেবে ফের মনোনীত হয়েছেন লগন দেও সিং। সভাপতি মনোনীত হয়েছেন কল্যাণ ঘোষ। জয়েন্ট কনভেনর হয়েছেন বলরাম ভট্টাচার্য এবং নির্মলেন্দু চ্যাটার্জী।

এছাড়াও জয়েন্ট ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ১৭ জন, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ১০ জন, সম্পাদক হয়েছেন ২৪ জন, ট্রেজারার হয়েছেন ১ জন, এক্সিকিউটিভ সদস্য হয়েছেন ৯ জন এবং জয়েন্ট অফিস সেক্রেটারি রয়েছেন ২ জন। এছাড়াও সমস্ত সভাপতি, স্টেট মেম্বার, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সদস্য, জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতিরা এই কমিটিতে রয়েছেন।

হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের যে কমিটি এদিন ঘোষণা করা হয়েছে তাতে সভাপতি নির্বাচিত হয়েছেন কৈলাস মিশ্র। এছাড়া পূর্ণেন্দু ঘোষ, ভীম পান্ডে, দেবলীনা দাস ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। সেক্রেটারি হয়েছেন ১৪ জন এবং জেনারেল সেক্রেটারি মনোনীত হয়েছেন ৫ জন। ২ জনকে মেম্বার হিসেবে মনোনীত করা হয়েছে। হাওড়া জেলা সদর তৃণমূল মহিলা কংগ্রেসের যে কমিটি এদিন ঘোষিত হয়েছে তাতে সভানেত্রী হিসেবে বহাল রয়েছেন নন্দিতা চৌধুরী।

এছাড়াও মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে স্থান পেয়েছেন ৮ জন, জেনারেল সেক্রেটারি মনোনীত হয়েছেন ৩ জন, সেক্রেটারি হয়েছেন ৬ জন এবং সদস্য হিসেবে স্থান পেয়েছেন ৩ জন। এদিনের ঘোষিত কমিটিতে হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ফের সভাপতি মনোনীত হয়েছেন প্রাণকৃষ্ণ মজুমদার।

ভাইস প্রেসিডেন্ট হিসেবে স্থান পেয়েছেন ১১ জন, জেনারেল সেক্রেটারি হয়েছেন ৭ জন, সেক্রেটারি হয়েছেন ১১ জন, ট্রেজারার হিসেবে রয়েছেন ১ জন, এক্সিকিউটিভ সদস্য হয়েছেন ৬ জন, সোশ্যাল মিডিয়া সেক্রেটারি হয়েছেন ২ জন এবং অফিস সেক্রেটারি করা হয়েছে ১ জনকে।

এদিনের সাংবাদিক বৈঠকে দলের সদরের চেয়ারম্যান লগন দেও সিং, সভাপতি কল্যাণ ঘোষ, যুব সভাপতি কৈলাশ মিশ্র, মহিলা সভানেত্রী নন্দিতা চৌধুরী, ট্রেড ইউনিয়নের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।