Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

ভোটার তালিকা সংশোধন ঘিরে হাওড়ায় টিএমসি–ইসি সংঘাত তীব্র

পশ্চিমবঙ্গে চলমান বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া ঘিরে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংঘাত আরও তীব্র আকার নিয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই সংশোধনী প্রক্রিয়ায় একাধিক কাঠামোগত ও তথ্যগত ত্রুটি রয়েছে, যার ফলে হাওড়া-সহ রাজ্যের বহু প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দলটির দাবি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক ও দরিদ্র শ্রেণির মানুষ।

এই বিতর্কের মধ্যেই হাওড়ার বাগনান বিধানসভা এলাকার অধীন এক সহকারী নির্বাচনী আধিকারিক (AERO) পদত্যাগ করেছেন। সংশ্লিষ্ট আধিকারিকের অভিযোগ, SIR প্রক্রিয়ায় একাধিক “logical discrepancies” বা যুক্তিগত অসঙ্গতি রয়েছে, যার ফলে সঠিক নথি থাকা সত্ত্বেও বহু ভোটারের নাম বাদ দেওয়ার সুপারিশ করা হচ্ছে। তাঁর পদত্যাগ নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে সংশোধনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে।

তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের নামে পরিকল্পিতভাবে একাংশের ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে। দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার পাশাপাশি আইনি পথেও যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। টিএমসি নেতৃত্বের মতে, এই প্রক্রিয়া অবিলম্বে স্থগিত না হলে গণতান্ত্রিক অধিকার রক্ষায় বৃহত্তর আন্দোলনে নামা হতে পারে।

অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও অনিয়মের অভিযোগ স্বীকার করা হয়নি। কমিশনের বক্তব্য, নির্ধারিত নিয়ম ও নথির ভিত্তিতেই সংশোধনী প্রক্রিয়া চলছে। তবে হাওড়ায় এক নির্বাচনী আধিকারিকের পদত্যাগ এবং শাসকদলের তীব্র আপত্তির ফলে বিষয়টি এখন রাজনৈতিক ও প্রশাসনিক—উভয় ক্ষেত্রেই নতুন করে চাপ সৃষ্টি করেছে। আগামী দিনে এই ইস্যু ঘিরে রাজ্যের রাজনীতিতে উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon