হাওড়ার তৃণমূল কংগ্রেসে বড় কোনও সাংগঠনিক রদবদল করা হয়নি। সংগঠন দেখভালের জন্য হাওড়াকে গ্রামীণ ও সদর, দুটি ভাগে ভাগ করেছিল তৃণমূল। সেই মতো বেছে নেওয়া হয়েছিল জেলা সভাপতি ও চেয়ারম্যানদের। দিওয়ালির দিন তালিকা বের হওয়ার পরও হাওড়ার সংগঠনে বড় কোনও বদল দেখা গেল না।
আগামী বছর লোকসভা নির্বাচন। আর তার আগেই রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলায় দলের পদাধিকারীদের রদবদল করল তৃণমূল। যদিও হাওড়া গ্রামীণ এলাকায় কোনও রদবদল হল না। আগের কমিটির মতো এবারেও গ্রামীণ জেলার সভাপতি পদে রইলেন বাগনানের বিধায়ক অরুনাভ সেন। চেয়ারম্যান পদে পুর্নবহাল হলেন উদয়নারায়নপুরের সমীর পাঁজা।
তবে রাজনৈতিক মহলের মতে, ২০১৮-র তুলনায় ২০২৩ এর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেক ভাল ফল করেছে এই জেলায়। তারই পুরস্কার হিসেবে হাওড়া গ্রামীণ জেলায় সভাপতি বা চেয়ারম্যানের কোন পরিবর্তন হল না।
শুধু হাওড়া গ্রামীণ জেলা নয়, পাশাপাশি শহরের সাংগঠনিক শীর্ষ পদে কোন রদবদল হয়নি। হাওড়া সদরের সভাপতি পদেও হয়নি কোনও রদবদল। ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষকে রেখে দেওয়া হল এই পদে। চেয়ারম্যান রইলেন লগন দেও সিং।
পুনরায় দলের জেলার সভাপতির দায়িত্ব পাওয়া প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুনাভ সেন বলেন, 'দল যেটা ভালো মনে করেছে সেটা করেছে। দলের হয়ে ভালো কাজ করলে দল তাঁকে সম্মান দেয়। এটা আরও একবার প্রমাণিত হল।'
২০১৮ পঞ্চায়েত নির্বাচনে হাওড়া জেলায় ১৫৭ টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৫০ টা দখল করেছিল তৃণমূল। ৭ টি দখল করেছিল বিজেপি। তবে এবারের পঞ্চায়েত নির্বাচনে ১৫৩ টা গ্রাম পঞ্চায়েত দখল করেছে শাসকদল। এবারের পঞ্চায়েত নির্বাচনে হাওড়া গ্রামীণ এলাকার মাত্র একটি গ্রাম পঞ্চায়েত দখল করতে পেরেছে বিজেপি। আর ২ টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে বাম কংগ্রেস আইএসএফ জোট। একটিতে প্রশাসক বসানো হয়েছে। বাকি সবকটি গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল কংগ্রেস। যদিও ২০২৩-এর পঞ্চায়েত ভোটের আগে বিজেপির দখলে থাকা পাঁচটি পঞ্চায়েতই হাতবদলে হয়ে তৃণমূলের কাছে চলে আসে। মাত্র দুটি গ্রাম পঞ্চায়েত ছিল বিজেপির দখলে।
গতবারে উলুবেড়িয়ায় ২ নং ব্লকের বাসুদেবপুর, খলিশানী, বানীবন, জোয়ারগোড়ি ও তুলসীবেড়িয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে ছিল। এছাড়া উলুবেড়িয়া ১ নং ব্লকের বেলাড়ি গ্রাম পঞ্চায়েত এবং সাঁকরাইল ব্লকের মানিকপুর গ্রাম পঞ্চায়েত এসেছিল বিজেপির দখলে। এবারের ছবিটা অন্য। ২০২৩-এর ভোটে সাঁকরাইলের মানিকপুরে প্রশাসক বসানো হয়েছে। সারেঙ্গা গিয়েছে বিজেপির দখলে। উলুবেড়িয়া ২ নং ব্লকের তেহট্ট কাটাবেরিয়া ২ নং গ্রাম পঞ্চায়েত এবং বাগনান ১ নং ব্লকের বাইনার গ্রাম পঞ্চায়েত এই দুটি দখল করেছে বাম কংগ্রেস আইএসএফ জোট। বাকি ১৫৪ টা রয়েছে তৃণমূলের দখলে।
