Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

তৃণমূলের নব জোয়ারের ঢেউ! হাওড়ার পঞ্চায়েত সমিতিতে নতুন মুখ

প্রত্যাশামতো হাওড়া গ্রামীণ জেলার ৯ টি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতির পদে নতুন মুখ আনল তৃণমূল কংগ্রেস। সোমবার প্রতিটি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতির দায়িত্ব নিলেন নতুনরা। এদিন উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন অতীন্দ্রশেখর প্রামানিক এবং সহ সভাপতি নির্বাচিত হন সাহানা মল্লিক। উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন মালেখা খাতুন এবং সহ সভাপতি নির্বাচিত হন চন্দনা মণ্ডল।

আমতা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন জয়শ্রী বাগ এবং সহ-সভাপতি নির্বাচিত হন নাসিম তরফদার। আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন শেখ মেহেবুব আলি এবং সহ-সভাপতি নির্বাচিত হন পাপিয়া জাটি। বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন মৌসুমী সেন এবং সহ সভাপতি নির্বাচিত হন পঞ্চানন দাস।

বাগনান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন প্রিয়জিত নন্দী এবং সহ সভাপতি নির্বাচিত হন সাইমা খাতুন। শ্যামপুর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন মৃন্ময় মান্না এবং সহ-সভাপতি নির্বাচিত হন অপর্ণা দলুই। শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন কান্তা মান্না এবং সহ সভাপতি নির্বাচিত হন নদেবাসী জানা।

উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন কল্যাণ গায়েন এবং সহ সভাপতি নির্বাচিত হন লক্ষীকান্ত দাস। উল্লেখ্য, আগেই জানা গিয়েছিল এবারে পঞ্চায়েত সমিতিতি অনেক নতুন মুখ আনতে চলেছে তৃণমূল। তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে হাওড়া জেলায় গিয়েও ঘুরিয়ে এমনই ইঙ্গিত দিয়েছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। মূলত প্রার্থী বদল ও সংরক্ষণের কারণে অধিকাংশ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে আনা হয়েছে নতুন মুখ, এমনটাই খবর তৃণমূল সূত্রে। এদিন বোর্ড গঠন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক ডঃ নির্মল মাজি। এদিন সকল সদস্যদের তিনি অভিনন্দন জানান।

এছাড়াও তিনি বলেন, 'এবার যারা পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হলেন, তাঁদের অনেকেই নতুন। নতুন উদ্যমে এবার কাজ হবে জেলায়। তাঁদের হয়ত দায়িত্ব কর্তব্য বুঝে নিতে কিছুটা সময় লাগবে। যারা এর আগে এখানে কাজ করেছেন, বা আমরা যারা জনপ্রতিনিধি আছি, তাঁরা সবরকম ভাবে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এবার উন্নয়নের নতুন রূপ দেখবে হাওড়া জেলা।'

ads banner


ads banner

Bangla eDaily to resume soon