Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

ST মর্যাদা ও ভাষার অধিকার দাবিতে মিছিল, হাওড়া ব্রিজে তীব্র যানজট

Scheduled Tribe (ST) মর্যাদা এবং ভাষার অধিকার সংক্রান্ত একাধিক দাবিকে সামনে রেখে মঙ্গলবার কলকাতা–হাওড়া সংযোগকারী হাওড়া ব্রিজে একটি রাজনৈতিক সংগঠনের মিছিল ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্রিজের উপর ও সংলগ্ন রাস্তায় যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে, যার জেরে ভোগান্তিতে পড়েন হাজার হাজার নিত্যযাত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলটি হাওড়া দিক থেকে কলকাতার দিকে অগ্রসর হওয়ার সময় ব্রিজের মাঝামাঝি অংশে পৌঁছালে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। প্রতিবাদকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন দাবি তুলে ধরেন, ফলে যানবাহনের গতি সম্পূর্ণভাবে থেমে যায়। পরিস্থিতি সামাল দিতে হাওড়া ও কলকাতা ট্রাফিক পুলিশের অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় এবং বিকল্প রুটে যান চলাচল ঘুরিয়ে দেওয়া হয়।

এই যানজটের জেরে অফিসগামী মানুষ, স্কুলপড়ুয়া পড়ুয়া ও রোগীবাহী অ্যাম্বুল্যান্সকে দীর্ঘ সময় আটকে থাকতে হয়। বিশেষ করে দুপুরের ব্যস্ত সময়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় বি.বি.ডি. বাগ, শ্যামবাজার ও স্ট্র্যান্ড রোড সংলগ্ন এলাকাতেও যানজট ছড়িয়ে পড়ে। ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রায় দেড় ঘণ্টার বেশি সময় লাগে।

পরে পুলিশি হস্তক্ষেপে মিছিলকারীদের ব্রিজ থেকে সরিয়ে দেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। যদিও এই ঘটনায় কোনও অপ্রীতিকর পরিস্থিতির খবর নেই, তবুও গুরুত্বপূর্ণ সেতুতে এ ধরনের কর্মসূচি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে জনদুর্ভোগ এড়াতে অনুমতি ছাড়া গুরুত্বপূর্ণ যোগাযোগ পথে মিছিলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ads banner