Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

হাওড়ায় তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধানকে গুলি, চাঞ্চল্য এলাকায়

হাওড়া জেলার সাম্পুইপাড়া এলাকার বাসুকাঠি গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলেন তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল। এই ঘটনায় তাঁর এক ঘনিষ্ঠ সহকর্মী অনুপ রাণাও আহত হন। আচমকা এই হামলার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত নাগাদ বাসুকাঠি এলাকায় দেবব্রত মণ্ডল ও তাঁর সহকর্মীরা একটি ব্যক্তিগত কাজে বাইরে বেরিয়েছিলেন। সেই সময় দুষ্কৃতীরা আচমকাই তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে দেবব্রত মণ্ডল গুরুতর আহত হন, পাশাপাশি অনুপ রাণাও আঘাত পান। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দেবব্রত মণ্ডলের শরীরে গুলির আঘাত গুরুতর হলেও তিনি আপাতত চিকিৎসাধীন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। অনুপ রাণার আঘাত তুলনামূলক কম হলেও তাঁরও চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও তদন্ত শুরু হয়। এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে এবং দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই হামলা চালানো হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, ঘটনার পিছনে ঠিক কী কারণ রয়েছে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয়। তদন্তের অগ্রগতির উপর ভিত্তি করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon