Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

শিবপুরে যুব তৃণমূলের নতুন নেতৃত্ব ঘোষণা, সভাপতির দায়িত্বে অভিজিৎ মণ্ডল

নতুন সাংগঠনিক রূপরেখা ঘোষণা করল হাওড়া জেলা যুব তৃণমূল কংগ্রেস (সদর)। সম্প্রতি জেলা সভাপতি কৈলাস মিশ্র–র স্বাক্ষরিত ও অনুমোদিত তালিকায় শিবপুর কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের নবগঠিত কমিটির নাম প্রকাশ করা হয়েছে। ২২ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এই তালিকায় সদরের নেতৃত্বে কারা থাকছেন, তা স্পষ্টভাবে জানানো হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, শিবপুর কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজিৎ মণ্ডল। ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন সঞ্জিত মিশ্র। সংগঠনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তম্ভ হিসেবে একাধিক জেনারেল সেক্রেটারি নিযুক্ত করা হয়েছে—তাঁদের মধ্যে রয়েছেন অভিজিৎ সামাদ্দার, অনিকেত জয়সওয়াল, বিপ্লব পোল্লে, দেবজিত মুস্তাফি, সন্দীপ রায়, স্ক. নাজিবুল হাসান, সৌম্য ঘোষ, সৌরভ সেনগুপ্ত, শ্রীরাম
সিং
প্রমুখ।

এছাড়াও সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একাধিক সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নাম শুভময় আচার্য, যাঁর উপর গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। পাশাপাশি আর্থিক শৃঙ্খলা ও তহবিল পরিচালনার দায়িত্বে ট্রেজারার হিসেবে নিযুক্ত হয়েছেন তন্ময় আচার্য। এই দুই পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনের অন্দরমহলে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে, শিবপুর কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড কমিটিতেও সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে যুব নেতৃত্বকে সামনে এনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। জেলা সভাপতি কৈলাস মিশ্র নবনিযুক্ত সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই দলীয় টিম আগামী দিনে যুব সমাজকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের আদর্শ ও উন্নয়নমূলক রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে।”

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ও পুরসভা স্তরে সংগঠন মজবুত করতেই যুব নেতৃত্বে এই পুনর্গঠন। নতুন কমিটির হাত ধরে শিবপুর ও হাওড়া সদরে যুব তৃণমূলের সাংগঠনিক গতি আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon