Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

কৃষকদের অভিনবভাবে সংবর্ধনা প্রদান ধুলাসিমলায়

সুরজীৎ আদক, উলুবেড়িয়া:
গত শুক্রবার গুরু নানকের ৫৫২তম জন্মদিন উপলক্ষ্যে ঐদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ভাষণে তিনি লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে যাওয়া তিনটি কৃষক বিল প্রত্যাহার করার ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পরই অকাল হোলি দেখা যায় কৃষকদের মধ্যে,আপনাদের জানিয়ে রাখি প্রধানমন্ত্রীর ঘোষণার পরই কিন্ত ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের শাসক দলও কৃষকদের এই জয়ের ফসল ঘরে তুলতে মাঠে নেমে পড়েছে তারই প্রতিচ্ছবি এদিন দেখা গেল উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ধুলাসিমলা গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষকরা যখন ধান কাটায় ব্যস্ত ঠিক সেই সময় হাওড়া গ্রামীণ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস ব্যানার্জি এবং হাওড়া গ্রামীণ তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে এদিন ৫০ জনেরও বেশি কৃষকদের গলায় গামছা, হাতে একটি করে কাস্তে তুলে দেওয়া হল।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস ব্যানার্জি,হাওড়া গ্রামীণ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হাবিবুর রহমান সহ যুব তৃণমূল এবং ছাত্র পরিষদের অনান্য নেতৃবৃন্দ।
ads banner


ads banner

Bangla eDaily to resume soon