Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বার্তা

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দলের কর্মসূচিতে দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানান, তৃণমূল কংগ্রেস কোনও “ভিত্তিহীন বা খারাপ শক্তি”-র সামনে কখনও মাথা নত করবে না। তিনি বলেন, দল শুরু থেকেই মানুষের অধিকার, গণতন্ত্র এবং সামাজিক ন্যায়ের পক্ষে লড়াই করে এসেছে এবং ভবিষ্যতেও সেই লড়াই অব্যাহত থাকবে।

এদিনের বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিভিন্ন মহল থেকে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা চলছে। তাঁর কথায়, “ভয় দেখিয়ে, চাপ সৃষ্টি করে বা অপপ্রচার চালিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।” তিনি দাবি করেন, সাধারণ মানুষের সমর্থনই তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি এবং সেই শক্তিকে পুঁজি করেই দল সব বাধা অতিক্রম করবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চ থেকে দলীয় কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার বার্তাও দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষের অধিকার রক্ষার প্রশ্নে তৃণমূল কংগ্রেস কোনও আপস করবে না। প্রশাসনিক স্বচ্ছতা, সামাজিক উন্নয়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষাই দলের প্রধান লক্ষ্য বলে তিনি পুনরায় উল্লেখ করেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এই বক্তব্য স্পষ্টভাবে দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি বিরোধীদের উদ্দেশেও একটি শক্ত বার্তা। আসন্ন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি করেছে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon