Type Here to Get Search Results !

আদ্রায় লোকাল ট্রেন চালানোর দাবিতে অবস্থান-বিক্ষোভ

শান্তনু দাস : দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে একাধিক লোকাল ট্রেন না চালানোর ফলে এখন প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীদের।আর এরেই প্রতিবাদে একগুচ্ছ দাবি-দাওয়ার ভিত্তিতে আন্দোলনে নামল 'খড়গপুর-আদ্রা রেলওয়ে পেসেঞ্জার অ্যাসোসিয়েশন'।শনিবার দিন দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের শালবনি রেল স্টেশনে একটি অবস্থান-বিক্ষোভের মধ্য দিয়ে একাধিক দাবি-দাওয়ার ভিত্তিতে একটি স্মারকলিপি প্রদান করা হয় আদ্রা ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মণীশ কুমারকে।আদ্রা ডিভিশনের হাটিয়া-খড়গপুর পেসেঞ্জার সহ শিরোমনি ফাস্ট প্যাসেঞ্জার, আদ্রা-খড়গপুর আদ্রা প্যাসেঞ্জার,বাঁকুড়া-আদ্রা প্যাসেঞ্জার সহ যে সমস্ত প্যাসেঞ্জার ট্রেনগুলো বন্ধ রয়েছে সেই সমস্ত ট্রেনগুলো চালু করার দাবি জানানো হয় এদিন খড়গপুর-আদ্রা রেলওয়ে পেসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

পাশাপাশি চক্রধরপুর-হাওড়া প্যাসেঞ্জার চন্দ্রকোনা ও সালবনি স্টেশনে স্টপেজ যাতে পুনরায় চালু করা হয় তার দাবিও এদিন জানান তারা।খড়গপুর আদ্রা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি বি.এন পাটোয়ারী জানান,আমরা প্রতিনিয়তই সাধারণ মানুষ থেকে শুরু করে রেল যাত্রীদের স্বার্থে আন্দোলন করে আসছি।যাতে তারা কোনও না সমস্যার সম্মুখীন হয়।বর্তমান সময়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও রেল কর্তৃপক্ষ একাধিক প্যাসেঞ্জার ট্রেন এখনো চালু করেনি।আর যার ফলে মূলত ব্যাপক সমস্যায় পড়েছে সাধারণ মানুষেরা।আর তাই সেই সব ট্রেন পুনরায় চালু করার দাবিতে আমাদের এই আন্দোলন।

অন্যদিকে এই সংগঠনের সম্পাদক দুর্গাদাস দে বলেন, আমরা অরাজনৈতিক সংগঠন।সাধারন মানুষ থেকে শুরু করে ট্রেনযাত্রী প্রতিটি মানুষের কথা মাথায় রেখেই আমাদের এই আন্দোলন।তিনি আরও জানান,দক্ষিণ-পূর্ব রেলের প্রত্যেকটি রেলস্টেশনের সামনেই আমাদের কারপারের পক্ষ থেকে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি, তবে শেষমেষ যদি আমাদের এই দাবিগুলি না মানা হয় তাহলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবো আমরা।