হাওড়ার চাঁদপাল ঘাটে মঙ্গলবার সকালে হুগলি নদীতে ঝাঁপ দিয়ে এক মধ্যবয়সি ব্যক্তি নিখোঁজ হয়ে গেছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ ওই ব্যক্তি আচমকাই ঘাটের রেলিং টপকে নদীতে লাফ দেন। মুহূর্তের মধ্যেই তিনি প্রবল স্রোতে তলিয়ে যান। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া সিটি পুলিশ ও নদী পুলিশ। সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। ডুবুরি দল ও নৌকা নামিয়ে নদীতে তল্লাশি চালানো হলেও সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির কোনও সন্ধান মেলেনি। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় নদীতে স্রোত ছিল অত্যন্ত প্রবল, যার ফলে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই ওই ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে থাকতে পারেন। তবে নিখোঁজ ব্যক্তির পরিচয় ও ঠিকানা এখনও নিশ্চিত করা যায়নি। তাঁর পরনে হালকা রঙের শার্ট ও গাঢ় রঙের প্যান্ট ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই ঘটনায় কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বুধবার ফের উদ্ধার অভিযান শুরু করা হবে এবং নীচের দিকে নদীর বিভিন্ন ঘাটেও নজরদারি চালানো হবে। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তির পরিচয় জানতে নিকটবর্তী থানাগুলিতে নিখোঁজ সংক্রান্ত কোনও অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।


