Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

সাতসকালে হাওড়ার প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

হাওড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। হাওড়ার ঘুসুড়িতে প্লাস্টিকের ব্যাগ ও বস্তা তৈরি কারখানায় আগুন লেগে যায় এদিন সকালে। দাহ্য পদার্থের কারণে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। দমকলের ইঞ্জিন এসে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে। আপাতত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি, তবে কারখানার ভিতরে কেউ আটকে আছে কিনা তাও দেখছে দমকল।

সোমবারের পর মঙ্গলেও হাওড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে ঘুসুড়ির এক প্লাস্টিকে গোডাউনে আগুন লাগার খবর মিলেছে। দাহ্য পদার্থের উপস্থিতির কারণে দ্রুত ভয়াবহ আকার ধারণ করে আগুন। গল গল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। গোটা এলাকা ঢেকে যায় ধোঁয়ায়। বহুদূর থেকে দেখা যাচ্ছে ধোঁয়া তাতেই বোঝা যাচ্ছে আগুন লেগেছে বড়সড়। সঙ্গে সঙ্গেই খবর যায় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন।

হাওড়ার ঘুসুড়ির নস্কর পাড়ায় মঙ্গলবার সকালে প্লাস্টিক ব্যাগ ও বস্তা তৈরী কারখানা ও গোডাউনে আগুন লাগে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল । স্থানীয়দের দাবি, সকাল সাড়ে আটার পর হঠাৎ করেই কারখানার টপ ফ্লোর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। ক্ষণিকের মধ্যেই সেই ধোঁয়ার পরিমাণ বেড়ে যায়। গোটা এলাকায় ঢেকে যায় কালো ধোঁয়ায়।

ঘিঞ্জি এলাকায় এই গোডাউনটি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লেগেছে প্লাস্টিকে গোডাউনে। সেখানে প্রচুর পরিমাণ প্লাস্টিকের জিনিস রাখা ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা। সঙ্গে কারখানাটি গঙ্গার কাছে অবস্থিত হওয়ায় গঙ্গা থেকে আসা হাওয়ায় আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করে। এলাকার রাস্তা ছোট হাওয়ায় দমকলের গাড়ি পৌঁছতেও সমস্যায় হয় | আগুন লাগার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে | আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল।

অন্যদিকে, কারখানার আশপাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মানুষজনকে। রাতের বেলা আগুন লাগায় ওই কারখানায় কারও থাকার সম্ভাবনা ক্ষীণ। তবুও খতিয়ে দেখা হচ্ছে, কেউ সেখানে আটকে পড়েছে কিনা। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নাই |

সোমবারও হাওড়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ফোরশো রোডের বিজয়শ্রী জুটমিলের গুদামে আগুন লেগে যায় গতকাল। পুড়ে ছাই হয়ে যায় প্রচুর পরিমাণ পাট। অনুমান, ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা। গতকাল ভোর পৌনে পাঁচটা নাগাদ নজরে আসে আগুন। দমকলের ২ ইঞ্জিনের ঘণ্টার পর ঘণ্টা লড়াইয়ে নিয়ন্ত্রণে আসে আগুন। গতকাল কারখানার পাশের অঞ্চলেও আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন লাগার ঘটনার আতঙ্ক কাটতে না কাটতেই মঙ্গলে ফের অগ্নিকাণ্ড। গত সপ্তাহেও হাওড়ার কারখানায় লেগেছিল আগুন। এভাবে বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon