Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

এলাকা জুড়ে অসংখ্য জগদ্ধাত্রী, নবমীতে ভিড় হাওড়ার মণ্ডপে মণ্ডপে

উলুবেড়িয়ায় জগদ্ধাত্রী পুজোর নবমীতে মণ্ডপে মণ্ডপে মানুষের ভিড় দেখা গেল। রাস্তা জুড়ে আলোয় সাজানো হয়েছিল। যান চলাচল বন্ধ করে দেওয়া হয় কমিটি গুলির পক্ষ থেকে। এলাকার বাসুদেবপুরের পশ্চিমপাড়া গ্রামবাসী আদি শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো ১৯৩ বছরে পড়ল। দর্শনার্থীদের পরমান্ন ভোগ দেওয়া হয় এথানে। পরমানন্দচক জনকল্যাণ প্রতিষ্ঠান ও ব্যায়ামাগারের জগদ্ধাত্রী পুজোর থিম 'মহাকাল।'

নবমীতে উপচে পড়ল ভিড়। বাউরিয়া, রাজাপুর ও পাঁচলার এলাকা জুড়ে শতাধিক জগদ্ধাত্রী পুজো হয়। মঙ্গলবার সন্ধ্যা নামতেই ভিড় দেখা যায় প্রতিটি মণ্ডপগুলিতে। পাঁচলা মোড়ের ১৬ নম্বর জাতীয় সড়ক প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে আলোয় সাজানো হয়েছিল। পুলিশ এই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। উলুবেড়িয়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পুলক বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই এলাকার বাসুদেবপুরের পশ্চিমপাড়া গ্রামবাসী আদি শ্রীশ্রী জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো ১৯৩ বছরে পড়ল। মানুষের কাছে এটি আদি জগদ্ধাত্রী পুজো বলেই পরিচিত।

স্থায়ী মন্দিরে পুজো হয়ে থাকে। এখানে প্রতিমাকে ৬ ভরি সোনা ও রুপোর গয়না পরানো হয়। অনেক ফল বলি দিয়ে পুজো হয়। দর্শনার্থীদের পরমান্ন ভোগ দেওয়া হয়।' সন্তোষপুর কালীতলা সমাজ শিক্ষা কেন্দ্রের জগদ্ধাত্রী পুজো ৩৮ বছরে পড়ল। এখানে অর্ধনারীশ্বর করা হয়েছে। পুজো মণ্ডপে প্রবেশ পথে শিবের বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। বুড়িখালির প্রাপ্তি সঙ্ঘের পুজো ১৬ বছরে পা দিল। এখানে কষ্টি পাথরের অনুকরণে জগদ্ধাত্রী প্রতিমা করা হয়েছে। মণ্ডপে শিব ঠাকুরের বাল্যকাল, গণেশ, রাধাকৃষ্ণ ও দুর্গা আঁকা হয়েছে। নবম শ্রেণির ছাত্রী সুমনা মাল এই ছবিগুলি এঁকেছে।

পরমানন্দচক জনকল্যাণ প্রতিষ্ঠান ও ব্যায়ামাগারের জগদ্ধাত্রী পুজো এ বার ৪৯ বছরে পড়ল। তাদের ভাবনা 'মহাকাল।' সোমবার রাতে পুজোর উদ্বোধনে ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান। বাসুদেবপুরের জুনিয়ার সঙ্ঘের পুজো এ বছর ১৩ বছরে পড়ল। তাদের এ বারের থিম পাখিরালয়। আলোকসজ্জার মাধ্যমে মণ্ডপে নীল আকাশ তুলে ধরা হয়েছে। রয়েছে প্রায় ৫০০ মাটির বিভিন্ন পাখির মডেল।

ঘরভাঙা বাসুদেবপুরে মোনালিসা সংস্কৃতি সংসদের পক্ষ থেকে পুজো মণ্ডপে একটি মেডিটেশন ক্যাম্প করা হয়েছে। ওই সংস্থার পক্ষ থেকে শ্যামল গঙ্গোপাধ্যায় বলেন, 'আমাদের মণ্ডপে মেডিটেশন করানোর জন্য প্রশিক্ষিত কর্মীরা থাকবেন। তাঁরা ইচ্ছুক ব্যক্তিদের মেডিটেশন করাবেন।' বাসুদেবপুর পশ্চিমপাড়া আদ্যাশক্তিও জগদ্ধাত্রী পুজোতে নজরকাড়া মণ্ডপ করেছে।

খয়জাপুর নির্মাল্য সংস্থার জগদ্ধাত্রী পুজো এ বার ৫০ বছরে পড়ল। তাদের মণ্ডপটি খড় ও ধানের গোলা দিয়ে তৈরি হয়েছে। ভারতমাতার আদলে প্রতিমা তৈরি করেছে নবোদয় সঙ্ঘ। বাউরিয়া স্টেশন সংলগ্ন বাউরিয়া স্টেশন শান্তি সমন্বয় কমিটির পুজো এ বছর ১৯ বছরে পড়ল। সেই মণ্ডপেও দর্শনার্থীদের ভিড় করতে দেখা গিয়েছে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon