Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

হাওড়ায় বর্ষার জলাবদ্ধতা রোধে ১০০ কোটি টাকার কেন্দ্রীয় পাম্পিং স্টেশন নির্মাণের সিদ্ধান্ত

প্রতি বর্ষায় জলাবদ্ধতার সমস্যায় নাজেহাল হাওড়া শহরের স্থায়ী সমাধানের লক্ষ্যে বড়সড় অবকাঠামো প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া জেলা প্রশাসন ও হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কেন্দ্রীয় পাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পটি আগামী বর্ষার আগেই সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই পাম্পিং স্টেশনটি নাজিরগঞ্জ এলাকায় স্থাপন করা হবে এবং এর মাধ্যমে হাওড়া শহরের প্রায় ৫০টি ওয়ার্ডের জল নিষ্কাশন ব্যবস্থা নিয়ন্ত্রিত হবে। শিবপুর, উত্তর হাওড়া, সালকিয়া ও কেন্দ্রীয় হাওড়ার একাধিক এলাকা দীর্ঘদিন ধরেই বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে। বিশেষত কনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন গরপা ব্রিজ ও আশপাশের এলাকায় জল জমে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়, যা এই প্রকল্পের মাধ্যমে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে প্রশাসনের দাবি।

প্রকল্পটি নিয়ে সম্প্রতি একাধিক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে হাওড়া জেলা ম্যাজিস্ট্রেট, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের শীর্ষ আধিকারিক ও সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বে জমি সংক্রান্ত জটিলতা ও অর্থ বরাদ্দের কারণে কাজ শুরু হতে কিছুটা বিলম্ব হলেও বর্তমানে সেই সমস্যার সমাধান হয়েছে এবং দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে নির্মাণকাজ শুরু হবে।

দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছিল। বর্ষাকালে স্কুল-কলেজ, হাসপাতাল ও অফিসগামী মানুষের যাতায়াত প্রায় অচল হয়ে পড়ত। এই পাম্পিং স্টেশন চালু হলে হাওড়া শহরের জল নিষ্কাশন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে এবং বর্ষাজনিত দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করছেন শহরবাসী।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon