ফের বড়সর দুর্ঘটনার এড়াল হাওড়া-মুম্বই মেল। শুক্রবার হাওড়া ছেড়ে মুম্বই যাওয়ার পথে উলুবেড়িয়া স্টেশন ছেড়ে বীরশিবপুর স্টেশনে ঢোকার মুখে ট্রেনের কাপলিং খুলে যায়। এরপর ফের ট্রেনটিকে উলুবেড়িয়া স্টেশনে এনে কাপলিং মেরামতির কাজ শুরু করা হয়। খুব দ্রুত মেরামতির কাজ শেষ করে ওই ট্রেনকে ছাড়া হয়। এমন ঘটনা কীভাবে ঘটল? এ নিয়ে উঠছে প্রশ্ন।
বড় রকমের দুর্ঘটনা এড়াল হাওড়া-মুম্বই
মেল। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে হাওড়া ছেড়ে বেরিয়ে মুম্বই অভিমুখে রওনা
দেওয়া মেল ট্রেনের কাপলিং খুলে যায় উলুবেড়িয়া স্টেশন ছেড়ে বীরশিবপুর স্টেশনে
ঢোকার সময়ে। এরপর ট্রেনটিকে উলুবেড়িয়া স্টেশনে ফেরত এনে খুলে যাওয়া কাপলিং
মেরামতির কাজ শুরু করা হয়।
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক
আদিত্যকুমার চৌধুরী এই ঘটনার কথা স্বীকার করে জানিয়েছেন, দ্রুত মেরামতির কাজ
শেষ করে ট্রেন ছাড়ার চেষ্টা চলছে। কারশেড থেকে হাওড়া স্টেশনে আনার সময়ে ট্রেনের
সব ক’টি কাপলিং ও অন্য
যন্ত্রাংশ পরীক্ষা করে দেখাই রেলের নিয়ম।
তার পরেও এমন ঘটনা কী ভাবে ঘটল, সেই বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যাত্রীরা। কাপলিং খুলে যাওয়ার ফলে ট্রেনটি বড় রকমের দুর্ঘটনার মুখে পড়তে পারত। নিতান্ত কপালজোরেই রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করা হচ্ছে।

