Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

রাজ্যের মন্ত্রীর ঘোষণা, ২০২৫-এর মধ্যেই হাওড়ায় প্রতিটি বাড়িতে পানীয় জল

হাওড়া জেলায় জল জীবন মিশন প্রকল্পে কাজে গতি আনতে বিশেষ বৈঠক করলেন রাজ্যের রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়। আগামী ২০২৫ সালের মধ্যে হাওড়া জেলার প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উলুবেড়িয়া এবং সাঁকরাইলে দুটি বড় জল প্রকল্পের কাজ ২০২৪ এর মাঝামাঝি করার চেষ্টা করা হচ্ছে। আমতা ও বাগনান এলাকায় সবথেকে বেশি কাজ হয়েছে বলে জানান মন্ত্রী।

জল জীবন মিশন প্রকল্প নিয়ে কয়েকদিন আগেই উত্তরবঙ্গে একগুচ্ছ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে ডিসেম্বরের মধ্যেই মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে বাদ নেই দক্ষিণের জেলাগুলিও। কেন্দ্রীয় প্রকল্পে গতি আনতে এবার তৎপর হল হাওড়া জেলা প্রশাসন।

জল জীবন মিশন প্রকল্পে এবার গতি আনতে শুক্রবার উলুবেড়িয়ায় প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়। এদিন উলুবেড়িয়া ১ নং ব্লকের সভাকক্ষে জনস্বাস্থ্য কারিগরি দফতরের ইঞ্জিনিয়ার, ঠিকাদার সহ পূর্ত দফতরের বিভিন্ন কর্তাদের নিয়ে বৈঠক করলেন। জনস্বাস্থ্য ও কারিগরি দফতর সূত্রে খবর, হাওড়ায় এই প্রকল্পে এখনও পর্যন্ত প্রায় ৪০ শতাংশ কাজ হয়েছে। হাওড়ায় সবচেয়ে ভালো কাজ হয়েছে আমতা দু নং ব্লকে। এরপর দ্বিতীয় স্থানে আছে বাগনান এক নং ও তৃতীয় স্থানে আছে আমতা এক নং ব্লক।

জনস্বাস্থ্য ও কারিগরি দফতর সূত্রে জানা গিয়েছে, হাওড়ায় এই প্রকল্পে মোট ৬ লাখ ৫৬ হাজার ৯১০ টি পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এর মধ্যে এখনো পর্যন্ত ২ লাখ ৪৭ হাজার পরিবারে জল পৌঁছেছে। শতাংশের হিসাবে যা ৩৯.৮৯ শতাংশ। হাওড়া জেলার মধ্যে সবচেয়ে ভালো কাজ হয়েছে আমতা দু নং ব্লকে। এখানে ৫০১১৭ টি পরিবারের মধ্যে ইতিমধ্যে ৩৮৫৩০ টি পরিবারে পানীয় জল পৌঁছেছে। বাগনান ১ নং ব্লকের ৪৭ হাজার ৩৭৩ পরিবারের মধ্যে ২৭২৯১ টি পরিবারের জল পৌঁছেছে এবং আমতা এক নং ব্লকের ৫৪২৫১ টি পরিবারের মধ্যে ২৯ হাজার ৮৫৮ পরিবারের জল পৌঁছনো সম্ভব হয়েছে।

এদিন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় বলেন, 'জেলায় জেলায় গিয়ে এই বৈঠক করছি। আজ দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি হাওড়াতে এই বৈঠক করছি। ২০২৫ সালের মধ্যে সর্বত্র বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার টার্গেট রাখা হয়েছে।' তাঁর কথায়, হাওড়ার উলুবেড়িয়া এবং সাঁকরাইলে দুটি বড় বড় সারফেস ওয়াটার প্রজেক্ট নির্মাণের কাজ চলছে। ২০২৪ এর মাঝামাঝি উলুবেড়িয়ার জল প্রকল্প চালু হয়ে যাবে। এরপর প্রকল্পটি চালু হয়ে গেলে উলুবেড়িয়া ১ নং ব্লক, শ্যামপুর ১ ও ২ নং ব্লক এবং বাগনান ১ ও ২ নং ব্লক। সাঁকরাইলের প্রকল্প চালু হয়ে গেলে সাঁকরাইল, পাঁচলা, ডোমজুড় ও উলুবেড়িয়া ২ নং ব্লক উপকৃত হবে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon